আজ যদি চাঁদে যাই কাল মঙ্গল
হুজ্জত করে গেল যত ধেড়ে দঙ্গল।
কেউ খায় চাঁদ তারা কেউ খেল রবি
রাহু কেতু করে সব বুঝে গেল সবই।
যত বলি চাঁদ তারা ছায়া ঢাকা পড়ে
সব বুঝে ঠিক ঠাক টিকি তবু নড়ে।
চশমা কঠিন এঁটে পড়ে যত পাঁজি
জ্ঞানী গুণী হয় নাকো, হয় বড়ো পাজি।
ফেলে দিলো ধামা কুলা হাঁড়ি কলসি
পুত স্নানে পাপী হল ছোট সরসী।
পূর্ণিমা চাঁদে আজ অমানিশা লাগে
থুড়ি থুড়ি চাঁদে নয় মুখে লেগে থাকে!
ভানু পেল চাঁদ ছায়া মুখের উপরে
সারাদিন খালি পেট কি জ্বালা উদরে!
চুপি চুপি লুকাছুপি কেউ খেল ভাত
তেড়ে মেরে গালাগাল অভিসম্পাত।
চাঁদ তারা গুনে গুনে আগু পিছু দেখে
চোখ বুজে নিরবধি আগামীকে লেখে।
আগামী নয় তো সে! অতীতের ছায়া
পায়ে পায়ে পথ চলে পিছু পানে ধাওয়া।
কাক বসে তাল পড়ে, বাজ পড়ে আকাশে
জ্যোতিষে জটিল হিসাব আঁক যোগে কষে।
এই বুঝি ছায়া পথে বেড়ালেতে পথ কাটে
পৃথিবী মুষড়ে পড়ে কাল সাপ দোষে।
মঙ্গল ছায়া ফেলে কখনো শনি
সব ছায়া কাটাতে লাল নীল মনি।
পাথর হেলাতে পারে গ্রহ তারা যত
বোকা! যারা দূরবীনে চোখ রাখে অবিরত!
বিয়ে সাদি, আতি পাতি, স্বাদ ভক্ষণ
দিন বার তিথি- চাই শুভ লক্ষণ।
ঠিকুজি কোষ্ঠী মিলে তবে আয়োজন
ন্যালাখাপা হাবাগোবা জানা বোঝা নিষ্প্রয়োজন।
এ এক আজব সময়! দেশ জুড়ে বিবিধ নিদান
পাঁজি ধরে প্রণিধান, পাঁজিই দেশের বিধান।
পাঁচ বাজে পাঁচ বার, নয় বাজে নয়
দেশে সব দুবিধার নিঃশেষে ক্ষয়!
ল্যাবে বসে জ্ঞান খ্যাপা দিন রাত কাল
খুঁজে আনে ঠিক দাওয়া ঠ্যাকাতে আকাল।
বাবা, হাবা, যোগী দের স্বপ্ন আদেশ
গ্রহণের প্রাক্কালে সব দোষ শেষ!
মহামারী হাহাকিরি গ্রহ দের ফেরে
জাগ যোগ সব চলে সিধে টা ধরে।
মহা মৃত্যু জয় হবে হোমের অনলে!
শ্বাস বায়ু গুঁজে দেবে কোন শ্বাস মূলে?
করণীল, গো-চনা, বাসকের রসে
সব ব্যাধি সেরে যাবে আছে সব আশে।
জনগণ গিনিপিগ ধর পটাপট
তিন দিনে টিকা চাই! চাই ফটাফট্।
দিন ক্ষণ বেঁধে দেওয়া কি তার কারন?
বিজ্ঞান জ্ঞান খোঁজে বিপদ তারন।
জ্ঞান খোঁজা সাধনা, ম্যাজিক তো নয়
জীবনের দাম আছে ছেলে খেলা নয়।
রোজ যারা কাজ করে পাঁজি পুঁথি দেখে
সময় টা দামি নয়! শুধু মহরৎ দেখে!
সময় গোলাম নয়, রোজ রোজ বদলায়
কেঁচে গেলে শুভ কাজ বসে হাত কামড়ায়!