শিক্ষা
---------------------------------------------
শিক্ষা কি আর ইস্কুলে হয়? শিক্ষা হোয়াটসঅ্যাপে-
গা-জোয়ারি শিখছে সবাই! সব ষাঁড়ের মত খেপে
জমছে ফোনে আঁস্তাকুড়
বিবেক সত্তা হচ্ছে চুর
উচ্চরবে গালাগালি দিচ্ছে সবে চক্রবৃদ্ধি মেপে।
যুদ্ধ
---------------------------------------------
যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ বলে ক্রুদ্ধ মেজাজ দেখি
ছলে বলে করছে দেখ সবার ঘরেই রেকি
এরাই নাকি দেশ প্রেমিক!
সত্যিই! নাকি কমিক!
ফেরেববাজের দেশ ভক্তি- শোল আনাই মেকি।
পেট জানেনা রাফাল কিংবা রাই-জোয়ারের ক্ষেতি-
খিদের জ্বালায় জ্বলছি যখন খাচ্ছি উশর রেতি।
পেট কে কি মা দেখিয়ে আকাশ-
আসবে নাকে ভাতের সুবাস?
তার চেয়ে মা নিভিয়ে দে না জীবন প্রদীপ বাতি।
দেখ না রে মা শরীর জুড়ে জমছে কত ক্ষত-
তবুও তো মা এই ভাগাড়ে উড়ছে শকুন শত।
চামড়া-মাস তো এমনি গেছে-
হাড্ডি টুকুই পড়ে আছে।
এটাও ওরা নিক না খেয়ে, জুড়াক জ্বালা যত।
বন্দি
---------------------------------------------------
বন্দি দশা ঘুচবে কবে? ঘুরব আবার আমার শহরটায় -
অনেক কালের স্বেচ্ছা-বসর! শরীর-মনে অবসন্ন প্রায়।
তিলোত্তমা কল্লোলিনী আমার শহর
হট্টগোলে জেগেই থাকে সকল প্রহর
আজকে যেন কাটছে না আর অলস সময় কালের ভরসায়।
--------------------------------------------------------------------------------------------------------------
প্রতিটি লেখাই ০৭/০৮/২০২০ তারিখের লেখা...... লেখা গুলো অসাবধানতা বশত চোখের আড়ালে চলে যাওয়ায় সেই সময়ে প্রকাশ করতে পারিনি... আজ প্রকাশ করলাম।