ধুলোর ওপরে ধুলোর পরত
জমুক না হয় আরও
স্মৃতির পরতে ছুঁয়ে থাকো তুমি  
                   আমিও তোমাতে গাঢ়।
ঝরে যাওয়া ফুলে শিশির ভারে
কামনা ছড়িয়ে কারও
বাসনা সরিয়ে থাকোনা জড়িয়ে
                   নিবিড় প্রয়াসে আরও।  


অলক সায়রে শিথিল কবরী
সোহাগ রচিছে তারও
কোমল পরশে মোহন হরষে
                   প্রেরণা যাচিতে পারো!  
ধুলোর ওপরে ধুলোর পরত
জমুক না হয় আরও
বিস্মৃতি থেকে ফিরে এসে প্রিয়
                   চুম্বন এঁকো গাঢ়।।