স্রষ্টা বোধহয় ঘুমিয়ে আছেন তৈল দিয়ে নাসায়
ভ্রষ্টাচারী দ্রষ্টা হয়ে তাই কি জগৎ শাসায়?
লুব্ধ মোহে অন্ধ হয়ে ধন্দ শতেক ছড়ায়
রন্ধ্র খুঁজে সন্দ দিয়ে বন্ধ ঘোরে জড়ায়।
অত্যাচারীর লোভের আখর ভরছে কানায় কানায়
রক্তলোলুপ হায়েনারা তার অস্ত্র বসে শানায়
ক্ষুব্ধ তাদের পায়ের ভারে এই দুনিয়া কাঁপায়
স্রষ্টা যখন ঘুমিয়ে থাকেন তৈল দিয়ে নাসায়।
চেঁচিয়ে পাড়া মাথায় তোলে ভাষণ দিয়ে ভাসায়
দুর্বিনীত আক্রোশে সে বিশ্বটাকে শাসায়
ঘৃণার আগুন ছড়িয়ে দেয় সবার শিরায় শিরায়
স্রষ্টা তখন ঘুমিয়ে থাকেন তৈল দিয়ে নাসায়।
ব্যর্থ আশায় মরছে চাষায়; লভ্য জমে খাতায়
দেউল গড়ার মাতন চলে মগজ ধোলাই মাথায়
বিস্মরণের প্রচার ভরে সব খবরের পাতায়
স্রষ্টা তখন ঘুমিয়ে থাকেন তৈল দিয়ে নাসায়।
মৃত্যু মিছিল বইতে থাকে দেশের কোনায় কোনায়
মন্দ লোকে মিথ্যে মায়ায় মনের কথা শোনায়
ঘূর্ণি হাওয়ায় নাচন লাগে আঁধার তখন ঘনায়
স্রষ্টা যখন ঘুমিয়ে থাকেন তৈল দিয়ে নাসায়।
দীর্ণ যারা শীর্ণ যারা যাদের বক্ষ ছুঁয়ে ভয়
একটুখানি সাহস জুড়ে অশক্ত শিরদাঁড়ায়
ছিনিয়ে সে নিক পাওনা হকের নিজের অভিপ্রায়
স্রষ্টা না হয় ঘুমিয়ে থাকুন তৈল দিয়ে নাসায়।।