খড়ুশ চেহারা খোঁচা খোঁচা দাড়ি বেঢপ চোয়াল হাড়
ভাটার মতই দৃষ্টি চোখের উদ্ধত সোজা ঘাড়।
এটলাস হয়ে ধরে আছে ধরা পাহাড় প্রমাণ ভার
শোক পরিতাপ ওর কাছে এসে জ্বলে পুড়ে ছারখার।
ললাটের রেখা কেটেছে নিজেই, নিজেকে রেখেছে বাজি
ওর হাতেতেই বসুন্ধরা নবরূপে ওঠে সাজি।
আগুনের আঁচে পুড়েছে শরীর সৌর তাপেও রাজি
প্রতিদিন মরে ভাগ্যের হাতে, প্রতিদিনই ওঠে বাঁচি।
রক্তে মিশেছে মাটির কণা পাথর ভেঙেছে হাত
লড়াইয়ের মুখে দুর্বিনীত, ঈশ্বরও কুপোকাত।
পাঁজরের হাড়ে রচেছে খাঁচা গড়েছে ইমারত-
গতরের জোরে করেছে হাসিল জাগতিক মহারথ।।