শরীর ফুরিয়ে গেলে তবু
অবুঝ পুরুষ হয়ে
কাম্য নারীর কাছে
ফড়িং, শালিক অথবা পিঁপড়ের মত
গতানুগতিক প্রেমে—
একনিষ্ঠ থাকি।
শরীর ফুরিয়ে গেলে তবু
অবুঝ পুরুষ হয়ে
কাম্য নারীর কাছে
শিউলি শেফালি অথবা কামিনী ফুলের মত
গতানুগতিক প্রেমে—
ভূমিনিষ্ঠ থাকি।
শরীর ফুরিয়ে গেলে তবু
অবুঝ পুরুষ হয়ে
কাম্য নারীর কাছে
নাব্য নদী অথবা নাগর কবিতার মত
গতানুগতিক প্রেমে—
ধ্রুবনিষ্ঠ থাকি।।