কি যে করি ছাই বুঝিনা নিজেই—
                  সারাদিন খুব ব্যস্ত!  
অকাজের চাপ পাহাড় প্রমাণ  
মাথার ওপরে ন্যস্ত।  


পান থেকে চুন খসলেই জানি  
                 রইবো না মোটে আস্ত  
কাজের জগতে কলিগই হয়
হয়না কখনো দোস্ত।


আজকাল ভারি মিথ্যা বলি
                চাটুকারিতায় চোস্ত
ঘাড়নেড়ে বলি ভালোই আছি
জীবন কাটছে মস্ত!


চোরাবালি জানি জমছে কোথাও
                 পদভারে আমি দুঃস্থ
প্রতিবেশীদের আড়চোখে দেখে
পরিবেশ হবে সুস্থ!


আজকাল কেউ বাঁচতে চায়না
                   বাঁচতে জানে না কেউ
কাঁঠি করা ছাড়া কাজ নেই কোন
লেগে আছে পিছে ফেউ


নজরদারীতে বন্দী করেছে
                 সীমানা দিয়েছে টেনে
ল্যাজটাই নেড়ে বংশবদ
নিয়মিত নীতি মেনে


প্রতীকার কিছু চাইছিনা এর
                 প্রতিশোধ নিতে চাই
অক্ষম সেই আস্ফালনে নিজের কাছেই
বার বার হেরে যাই!!