শরত মায়ায় উজল ধারায় শিশির ছোঁয়া পেয়ে
নিশুত রাতের কল্পনাতে পানসি চলে ধেয়ে
শিউলি সুবাস ছড়িয়ে পড়ে মউলি মনের পাড়ে
শারদ নেশায় হারিয়ে গেলাম শিশির ধারায় নেয়ে।
তারায় তারায় আকাশ ভরায় জোনাক পোকার মতোই
মালতীলতার মউ'দানীতে মউ ধরেছে শিশির ফোঁটার মতোই
কাশের বনে তুফান তুলে দুলিয়ে গেল দামাল হিমেল হাওয়া
গতির নেশায় হারিয়ে গেলাম দমকা হাওয়ার মতোই।
রিম ঝিম চাঁদ জোছনা লুটায় গুলিস্তানই আসমানে
ঘুম ঘুম কোন মদির আতর ছড়িয়ে দিয়ে সবখানে
নিশুত তারায় আদর বিলায় কুসুম কোমল গাল টিপে
নেশার নেশায় হারিয়ে গেলাম জ্যোৎস্না বনের মাঝ খানে।।