বিরোধ সে নয় ধর্ম নিয়ে
বিরোধ গোঁড়ামি
ধর্ম ভীষণ ব্যক্তিগত
নয় সে ভাঁড়ামি
ধর্ম সে এক পথের দিশা
রাস্তা নিজেই চল
তোমার আমার একই চলা
হয় কি গো তা বল!
সাধন পূজন ভজন কর
নিজের মত নিজে
স্রষ্টা কে সে মনের মাঝে
নাওনা তুমি বুঝে
কিন্তু তোমার ইচ্ছে যদি
চাপিয়ে দিতে চাও
গুঁড়িয়ে দিয়ে ইচ্ছে পরের
ধর্ম কোথায় পাও!
হারাধনের দশটি ছেলে
ধর্ম নানান নানান
মানতে হবে ধর্ম আমার
দাগছে দেবে কামান
যুদ্ধ এ যে ধর্ম কোথায়
ধর্ম বিসর্জনে
ধর্ম মানে ভালবাসা
প্রীতি অর্জনে।
বুঝব কবে রাম রহিমে
বিবাদ তো নেই কোনও
মানুষ হয়ে হুঁশ খুইয়ে
দ্বেষের সে বীজ বোনও
শপথ কর রোবট তো নয়
কোডিং লেখা জীব
মন্দ ভালো বুঝব নিজেই
রইব না কো ক্লীব।