নারদ মুনি মর্তে এসে
বার্তা দিলেন ঠেসে
স্রষ্টা নাকি কোমায় গেছেন
                    জনস্বার্থের কেশে
সুখেই ছিলেন মৎস্য মেরে
ঠ্যাঙটি তুলে ঠ্যাঙে
আদালতের শমন দিলে
                    দেশপ্রেমিক গ্যাঙে।


এই মরেছে কোমায় গেছে
রটিয়ে দিলেন পাতি!  
ঠেলায় জেনো পড়লে হাতি
                   ব্যাঙেও মারে লাথি।
স্রষ্টা বলে মানল না কেউ
মূর্ছা গেলে প্রপাত!
বাঁশের চেয়ে কঞ্চি দড়
                  হইল তখন হঠাৎ।


নিদ্রা গেলে স্রষ্টা নিজে
তৈল দিয়ে নাসায়
স্যাঙাত'রা সব ভেংচি কাটে
                  ঠ্যাঙ তুলে তার শাসায়।
আগের দিনে শাস্তি হত
তপ্ত তেলের কড়ায়
নূতন শাসক নিদান দিলে
                  জিভ ছিঁড়ে নে ত্বরায়।


জবান গেলে বলবে না কেউ
মুখের ওপর কথা
ঘাড় হেলাবে হুকুম মত
                   বলবে শাসক যথা।
তবেই’তো রে মর্ত ধামে
শান্তি রবে জেগে
বিদ্রোহীরা যাবেই যাবে
                   দেশান্তরে ভেগে!!
========================__________
এই কবিতাটি প্রিয় কবি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার কে উৎসর্গ করলাম