ঝুপসি আঁধার সন্ধ্যা হলে
তক্ষুণি ওই পলে
খুঁজত মাণিক হাজার জোনাক
লেবুর গাছের তলে
ঝিল্লি ডেকে উঠত শতেক
উঠত শেয়াল হেঁকে
আধ খানা চাঁদ উঠত কেমন!
কেমন যেন বেঁকে
তুলসী তলায় প্রদীপ জ্বেলে
শঙ্খ ধ্বনির সুরে
মা যে আমার ভরিয়ে দিতো
ঘরের অন্তঃপুরে
কাঁপত শিখা; পড়তে বসা
নামতা শেখার ধুম
নামত কখন চক্ষু জুড়ে
নাছোড় সে এক ঘুম
ঘুম পাড়ানোর মাসি পিসী
স্বপ্নে বিভোর রাত
জট লাগা ওই রুক্ষ মাথায়
মায়ের আদর হাত
সেই স্মৃতিটাই তেমনি আছে
আলগোছে মনে লেগে
বাদবাকি সব বদলে গেছে
আলোর গতিবেগে...।।