চল ঘুরে আসি কোথাও দূরে
আমার সঙ্গে যাবি?
নাই যদি যাস, ঘরের কোনে'তে
আমায় সঙ্গে পাবি…
রাগ অভিমান ঝগড়া আপস
রোজকার অভ্যাস
আজ করি চল চুলোচুলি খুব
কিল চড় ঢুস ঢাস...
যাচ্চলে! তুই বলছিস না
কোন কথা কেন আজ?
অকারণে চুল বাঁধছিস কেন
কি এমন রাজ কাজ!
নাই বল কথা, চিমটি দিচ্ছি
ফিরতি কিছু তো দে...
মুখ ভেংচা, গাঁট্টা না হয়
ঠোঁটে তে খামচে নে
টিপটাপ সব বাক্স প্যাঁটরা
একদম আমি স্টেডি
তুই শুধু বল গ্রিন সিগন্যাল
অনায়াসে হব রেডি
তোর শাশুড়ি- আমার শাশুড়ি
গলাটা তাঁদের চড়ুক
সাগরের ঢেউ আমাদের গায়ে
হামলে না হয় পড়ুক…।।