যদি বলি—
দুনিয়ার কোথাও কোন অন্ধকার নেই –
                             মানবে কি?

তারপর ধর —
এই মহা বিশ্বে শীতলতা র অস্তিত্ব ই নেই –
                             মানবে কি?

অথবা —
এই ব্রহ্মান্ডে মিথ্যা বলে কিচ্ছু নেই –
                             মানবে কি?

জানি! মানবে না –
                     এমন টা আবার হয় নাকি?  



হয়, বন্ধু হয়! এমনটাই হয় –

অন্ধকার আসলে অন্ধকার নয় –
                                আলোর অভাব।
শীতলতা আসলে শীতল নয় –
                                  তাপের অভাব।
আর মিথ্যা আসলে মিথ্যা নয়!
                                 সব সত্যি।


তাহলে, সত্যি কি আদপেই সত্যি  নয়!
                                  সব মিথ্যে!

ঠিক তাই বন্ধু।
এই বিশ্বে বদলে যাওয়াটাই একমাত্র সত্যি।

যা বদলে যায় তাকে কি সত্যি বলা যায়?

সময়ের পরতে পরতে সত্যেরা- শুধুই বদলে যায়।