না, কোন কথা নয়;
অগণিত মানুষের প্রিয় ওম ছুঁয়ে
গর্ভাধান প্রেমের মত
অসহ্য আতুর সুখের কাছে
বহু কাল তীর্থের কাক হয়ে আছি –
ভুলে যাই – বার বার ভুল করি
অথচ এ বিরল সন্ন্যাস চিরন্তন-
কেননা, এখনো ভুল স্বপ্নের মাঝে বাঁচি।
নরম দূর্বা ঘাসের কাছে
দুধেল গাইয়ের ঠোঁটের মত
ক্ষয়িষ্ণু কামনায় – একা হই
একাকিনী উলঙ্গ বিছানায়।
ঠোঁটে ঠোঁট চেপে –
অন্তর্গূঢ় ভাঙনের আগে
দেহের সোপান খুলে
অবিরত নাতিউর্বর চাষ আবাদ;
অতঃপর চষা মাটির কাছে
অচেনা নারীর কাছে –
শব হয়ে শুয়ে রই –
এ আমার সর্বস্ব হারানো সাম্পান।।