মন্ত্রী সান্ত্রী আমলা তন্ত্র-
দেশ চালাবার গঠন তন্ত্র।
শিল্প পতি, দালাল সাথে
শাসন যন্ত্র যাদের হাতে-
বছর বছর ভিক্ষা মাগে-
লম্বা চওড়া লক্ষ রাখে।
লক্ষ পূরণ হয়না কভু-
হাতেই মাথা কাটছে তবু।
করের টাকায় ফোড়ন ফোটায়-
কর দাতাকেই আদেশ বিলায়।
উঠতে বসতে রক্ত চক্ষু-
ভোট এলে সেই বেড়াল ভিক্ষু।
এমনি যারা রাঘব বোয়াল-
কলম খোঁচায় করছে কামাল ।
ওরাই যে সব সংখ্যা লঘু-
দেশ চালানোর বাস্তু ঘুঘু!!
হারাকিরি নিদান হাঁকে-
জীবন যাত্রা পড়ছে পাঁকে।
কথায় কর্মে বেচছে ধর্ম-
অস্থি চর্ম গলদ ঘর্ম।
ধর্মে ধর্মে রণ ঝংকার-
বিভেদ বিরূপ হু-হুঙ্কার।
উস্কানি তে তুর্কি নাচন-
অগ্নি-হুতে আত্ম হনন।
আত্মঘাতী সংখ্যা গুরু-
ধর্ম যুদ্ধ ভাবছে শুরু।
যুদ্ধ বন্ধু নিজের ঘরেই-
কোপ মেরেছ নিজের ঘাড়েই!
যেই হাওয়াতে নিচ্ছ শ্বাস-
সেই হাওয়াতেই অবিশ্বাস!
ভাগা ভাগির ডামাডোলে-
সংখ্যা লঘুই ফায়দা তোলে।
লড়ছে- মরছে সংখ্যা গুরু-
তেল ও পুড়ছে উড়ছে দারু।
লুটছে মজা বিভেদ মায়ায়-
গুঁড়িয়ে দিয়ে দ্বেষের চাকায়।
সংখ্যা গুরু নাস্তানাবুদ-
আনুগত্য বড়ই অদ্ভুত।
কোরাস গাওয়া জোর গলায়-
সংখ্যা গুরুই দেশ চালায়!!
***********************************