গণতন্ত্রের মহান দেশে-
গঠনতন্ত্রের অভ্যাসে
সংখ্যা গুরুই ভাগ্য রচে!
তার মতে তেই রাজ্য বাঁচে!
এমন একটা অলীক সুখে-
হোঁৎকা হাসি ঝুলিয়ে রেখে
সংখ্যা গুরু আম জনতা-
জয় ধ্বনির- দেয় বারতা।
আমজনতা বলছি কাদের?
আমদানি নাই নিত্য যাদের-
সত্যি বল! মিত্র মশাই-
আমরাই কি রাজ্য চালাই?
ওই যে জোয়ান সবার আগে-
আগলে রাখে প্রখর রোখে।
দেশের সীমায় অষ্ট প্রহর-
নির্ঘুম চোখ রাখছে নজর।
ছুটছে বাবু হন্ত দন্ত-
বিরক্ত আর ভীষণ ব্যস্ত।
ডেইলি ছোটা প্যাসেঞ্জার-
দেশ বিধাতার মেসেঞ্জার!
ওই যে চাষা জোয়াল টানে
চোয়াল জুড়ে রক্ত ঘামে-
জোয়ান মাঠে লাঙল চালায়
গর্ভবতী ফসল ফলায়।
এই যে ব্যাটা রিকশাওয়ালা-
হাড়িয়া খেয়ে ফাড়ছে গলা।
হাটের মাথায় ফুটের ওপর-
ঘর্ম বেচার দোকানদার-
ওই যে আধা ফকির নেতা
মোড়ের মাথায় ফাটায় মাথা
ভোটের ভাড়ায় খাটছে রোদে
দেশ চালাবার সুখের বোধে।
রঙিন ঠোটের রাত পশারী-
নিয়ন আলোয় স্বপ্ন চুরি।
নিত্য বুকে বাসর জাগার মূর্ছনা
আর শরীর বেচার লাঞ্ছনা!
সত্যি বল! মিত্র মশায়-
এরাই কি সব দেশটা চালায়?
সংখ্যা গুরু এদের হাতেই ন্যস্ত-
দেশের-শাসন, দেশের-নীতি, দেশের ভবিষ্যৎ??
********************************************
ক্রমশঃ-