সময় আমার, সময় তোমার, সময় কারোর নয়!
সময় পেলে সময় মত খরচা করো, নয়ত অপচয়।
সময় হল জলের মত, হাওয়ার মত সদাই বয়ে যায়
সময় পেলে আঁকড়ে ধরো, জাপটে ধরো, পিছলে সে না যায়!

সময় দিয়ে সময় খোঁজা, সময় পাওয়া! মোটেই সোজা নয়
সময় এলে- সময় দিলেই সময় মেলে নইলে মোটেই নয়
সময় ছোঁয়া! যায় না ছোঁয়া, হয়না পাওয়া, সময় পিছলে যায়
সময় ধরে- সময় মেপে- সময় পেয়ে- সময় দূরে ধায়!

সময় কখন থমকে থাকে? যখন সময় চমকে দেবে
সময় আচার, সময় বিচার সময় আকার দেবে
সময় কখন পাইয়ে দেবে! কখন খেলা গুটিয়ে নেবে !
পথের ধুলায় লুটিয়ে দেবে যখন সময় খবর নেবে!

সময় চেয়ে সময় পেলে, সময় দিয়ে সময় লুফে নাও
সময় তবেই তোমার হবে যখন সময় আপনি বুঝে নাও
সময় অরূপ! সময় বিরূপ! তবুও সময় চাও
সময় হেলায় বিলিয়ে দেওয়ার সময় কোথায় পাও?

আয়না রেখে সময় ধরে অলীক সুখের স্বপ্ন বোনা যায়
স্বপ্ন কখন সত্যি হবে সময় জানে! সময় বয়ে যায়-
সময় এলে খবর নিও সময় কোথায় যায়
সময় কাকে জড়িয়ে নেবে সময় জানে, সময় কারোর নয়!!
*********************************
প্রিয় কবি দত্ত হিরন্ময় এর ১০/০৭/২০২০ তারিখের কবিতা "সময়" এ মন্তব্য করার সময় এই কবিতার প্রথম দুটো লাইন লিখেছিলাম।