একটা পৃথিবী যেমন তেমন
একটা সরল রেখা
একটা পৃথিবী পরিপাটি অতি
গল্পে যেমন লেখা
একটা পৃথিবী চালাক চতুর
একটা ভীষণ বোকা
একটা পৃথিবী হিসাবি দারুণ
একটা কঠিন ধোঁকা।
একটা পৃথিবী একরোখা খুব
একটা নরম-সরম
একটা পৃথিবী তপ্ত চরম
একটা শীতল পরম
একটা পৃথিবী শয়তানি পেটে
একটা সে মিটমিটে
একটা পৃথিবী ঝলমলে বটে
একটা সে খিট্খিটে।
একটা পৃথিবী ক্ষুধা জর্জর
একটা সে ভর পেট
একটা পৃথিবী রণ ক্লান্ত
একটা সে চেক-মেট
একটা পৃথিবী শীর্ণ প্যাঁকাটি
একটা সে ফুল বাবু
একটা পৃথিবী কথার ছ্যাঁকাটি
একটা সে হাবুডুবু।
একটা পৃথিবী ডানপিটে খুব
একটা সে ধীর স্থির
একটা পৃথিবী পাগলামি প্রিয়
একটা সে অস্থির
একটা পৃথিবী আঁতলেমি’তে
একটা বিবেক হীন
একটা পৃথিবী মুখচোরা পাতি
ম্রিয়মাণ অতি ক্ষীণ।
একটা পৃথিবী উৎসব সুখে
একটার দাবি দাওয়া
একটা পৃথিবী বিবাগীর বেশে
একটার খাবি খাওয়া
একটা পৃথিবী বাক্পটু খুব
একটা সে উদাসীন
একটা পৃথিবী পরগাছা আজও
একটা সে সমাসীন।
একটা পৃথিবী অতিশয় স্মার্ট
একটা সে ভাব ভোলা
একটা পৃথিবী বাউল বাতাস
এলোমেলো দিল খোলা
একটা পৃথিবী রুখাশুখা খুব
একটা সে তেল-তেলা
একটা পৃথিবী সফল গর্বী
একটা সে হেলাফেলা…।।