খুব সহজেই ছেড়ে যাওয়া যায়
ফিরে আসা তত সহজ নয়
মরমের কোনে অনল দহনে
সঘন ভীষণ ঝঞ্ঝা বয়
খুব সহজেই ছেড়ে যাওয়া যায়
ফিরে আসা তত সহজ নয়।।
***
*