এই শুনছিস! তোকেই বলছি
আবার বলছি শোন
মুঠোর ভেতর রাখবি আমায়
রাখবি মনের কোন?
জানলা কপাট আলমারি খাট
বালিশ লেপের তল
তুই ও আমি লুকোচুরি
মেঘ বৃষ্টির ছল।
ভাবিস না সব শীতল এমন
উষ্ণ হতেও পারে
বাষ্প ভীষণ স্বেদ বিন্দু
আদরে আবদারে
এমন তো নয় হ্যাংলা আমি
প্যাংলা হাতের পেশী
তোর জন্য লিখব না’হয়
আমিষ ঘেঁষাঘেঁষি!
একটা বিকাল উচ্ছলতায়
একটা বিকাল কেঁদে
একটা বিকাল উড়নচণ্ডী
গল্প আষাঢ় ফেঁদে
মেঘ জমলে গুনগুনাবি
বাজ পড়লে ভয়
ঝমঝমিয়ে বৃষ্টি যখন
বুকের ভেতর লয়
কপট রাগে বলবি তখন
আসিস না আর কাছে
আমি বুঝব- “না’য়ের মাঝে
অন্য কারণ আছে!
ব্যালকনিতে উল বুনবি
চাপান চায়ের জল
তোর ঠোঁটে ঠোঁট এলিয়ে দিলে
আমার হবি বল!
পর্দা গুলো স্বাধীন হবে
তিতলি ফুলের দল
মোমবাতিটাও লজ্জা রাঙা
এই কি সময় বল!
তুইও স্বাধীন, আমিও তাই
প্রলয় তুফান ঝড়
জানলা কপাট আলমারি খাট
তখন সে থর থর
অমিয় সুধায় অমর সুখে
এ কি কাঙালপনা!
আল-জিহ্বাতে আঁকছে কেমন
বিষুব আলপনা!!