মহামারী তাই স্যাক্রিফাইস  
                    পড়াশোনা তোলা থাক
আমিও চাইনা আমার মেয়েটা
অকারণে স্কুলে যাক।
কার ছেলে খেতে পেল কি পেলনা
                    খবর রাখিনা তার
উৎসব নামে মেলাটা চলুক
ওটা খুবই দরকার।



আমি তো মানছি নিয়ম কানুন
                    মাস্ক পরে থাকি মুখে
আমার নেতারা সেলফির মোহে
খুলে ফেলে তাও সুখে।
মহামারী- তার আইন দিয়েছে
                    সাইন বোর্ডে লিখে
ঘরে বসে সবে সুখেই থেকো
পাইয়ে দেওয়ার ভিখে।



পাওয়া মানে তাও নিজস্ব নয়
                      চড়া সুদে টিকি বাঁধা
আনুগত্যের এতটুকু দাবী
এটা তো সরল ধাঁধা।    
আমি প্রতিবাদী পাইনা কিছুই
                       সে আশাও কুপোকাত
আপসোস শুধু- আমার ট্যাক্সে
গরিবেরা খাবে ভাত!



হতভাগা ওরা, ওদের জন্যে
                       মহামারী যদি বাড়ে
ছিটে ফোঁটা লাগে আমার ঘরে
আমার কাউকে কাড়ে—
এ অনাচার সইবোনা মোটে
                      বাকি সব থাক বন্ধ
খেলা ও মেলা দরকারি খুব
এতে নেই কোন ধন্দ।।