এত যে অবুঝ সবুজ সময় বিষণ্ণতার ভিড়ে
এত যে শব্দ- সহজ খরচ অন্ত্যমিলের মীড়ে
নিঃসঙ্গতার নীড়ে
শহুরে বলাকা স্বর্ণ শলাকা পিঞ্জর প্রিয় বুকে
গোধূলি আসে না, রাত্রি নামে না উদযাপনের সুখে
ক্লান্ত মুখর মুখে
এত যে আলো- কালো তো ঢাকে না, নিলামে উঠেছে চাঁদ
এত আয়োজন কি বা প্রয়োজন, সবই তো বালির বাঁধ
লৌহ বাসর সাধ-
তার চেয়ে চলো খোলা আসমানে অচেনা নদীর পাশে
জোনাক পোকারা যেভাবে হাসে সায়ন শরত কাশে
মিলন সুখের আশে
ভোরের কুয়াশা যেভাবে নামে নরম দূর্বা ঘাসে
তেমনই সোহাগী সঘন পরশে ছোঁওনা আমায়
বুকের বামাকাশে…।।