একটি মিষ্টি মেয়ের গল্প বলি চুপটি শোনো
গল্প তো নয় গোলাপ কলি সত্যি জেনো।
সে যে লক্ষ্মী মেয়ে আপন মনে ফুলের বনে
সোহাগ ছোঁয়ায় খুশির রেণু দিচ্ছে বুনে।
বন পলাশে শিমুল ছায়ায় বাউল বুলি
আঁকছে ছবি মৌ পাপিয়া পাখ পাখালি।
দূর গগনে নীলাম্বরে চিলতে হাসি
কোঁচড় ভরে হিমেল ছোঁয়া শিউলি রাশি।
শিশির ধোয়া ছোট্ট যে তার পায়ের পাতায়-
দূর্বা ঘাসের ডগায় ডগায় আলতো ছোঁয়া নূপুর পরায়।
গঙ্গা ফড়িং, সাজি মাটি মন্দ মধুর মিঠাস বিলায়
হিমেল হাওয়া একলা তাকে রূপকথার ওই গল্প শোনায়।
গল্পে এলো দত্যি দানো, রাজা গজা, সাত শত্তুর
পক্ষিরাজে টগবগিয়ে মানিক কুমার রাজপুত্তুর!
রাজকুমারী, রূপসা নদী, মোতির পাহাড়, ক্ষীরের সাগর
সব পেরিয়ে ঘুমের দেশে মিষ্টি মেয়ের রূপের লহর!
অবাক চোখে ঝিলমিলিয়ে প্রশ্ন শুধায়
সত্যি এ সব! এমন দেশটি ঘুমায় কোথায়?
মেঘলা আকাশ হাজার ছবি! দুষ্টু মেঘের কাজলা তুলি
ফুটিয়ে তোলে পাহাড়, নদী, হিরণ, অবুঝ গাছ গছালি
রোদের উঁকি ঝিকি মিকি, পানসি তরির আঁকি বুকি
এমনি অনেক জলছবিতে অবাক চোখে চাওয়া!
একলা নীলের আকাশ জুড়ে হাজার মেঘের এই যে ধাওয়া
সত্যি এ সব! কোথায় থাকে? কোথায় তাদের যাওয়া?
সূর্যি মামার দারুন তেজে ঠাম্মা যখন আমসি ভাজে
কলকলিয়ে ছোট্ট রুপু অনেক জবাব খোঁজে!
এই এত্ত বড় আকাশ মাঝে সূর্যি কোথায় থাকে?
রাতের বেলায় ঘুমায় কোথায়? কোথায় মা তার থাকে?
চাঁদ সূর্যি দুটোই মামা! দু-জনে কি ভাই হবে?
সত্যি বল সত্যি এ সব! মামার বাড়ি যাইনা কেনো তবে?
রাতের বেলা আকাশ জুড়ে তারার ঝিকি মিকি
ওই আকাশে চোখ রেখে সে শুধায় চুপি চুপি
অমন করে আকাশ জুড়ে কে জ্বালালো আলো?
দিনের বেলার নীল আসমান কেমনে হল কালো?
তারার দেশে রাত হয়না! ঘুমায় না কি তারা?
সত্যি করে সত্যি বল! স্বপ্নে আসে, তবুও ওদের যায়না কেন ধরা?
ছোট্ট খোঁকা ঘুমিয়ে দোলায় মিষ্টি মধুর ঘুমে
দস্যি মেয়ে দৌড়ে এসে আলতো গালে চুমে
শুধায়, খোঁকা কেমনে এলো মায়ের পেটের থেকে?
মা তো দেখি সকাল বিকাল মুড়ি মিছরি খায়!
তাই কি এমন মিষ্টি খোঁকা? আমিও ছিলাম এমনি মায়ের পেটের ঠিকানায়?
সত্যি এ সব! তবে যে বল সব মেয়েরা বাবার মনে ইচ্ছে হয়ে রয়?
আমার লক্ষ্মী মেয়ের মনের মাঝে প্রশ্ন রাশি রাশি
এই টুকু তার ছোট্ট হৃদয়! হৃদয় বানভাসি
ঘরের দুয়ার উঠোন জুড়ে বাঁধন ছেঁড়া পুলক রাশি রাশি
তার মুখের কথায় খই ফোটে আর চোখের তারায় খুসি!
জড়িয়ে বুকে শোনাই তাকে- জগত জুড়ে রূপকথা তোর, তোরই গল্প গাথা!
মনের মাঝে তুই যে আমার- আমার মনের কথা
সব সত্যি এ সব, তুই তো আমার সোনার মেয়ে, তুইই রূপকথা!!
==============================================
আমার ছোট্ট মেয়ে রূপকথা, তার খেলা, পড়া, দেখা, শেখা, ঘুমে জাগরণে- কিছু জানার, কিছু বোঝার, কিছু অনুভবের অজস্র জিজ্ঞাসা, অদম্য কৌতূহল! বাবাকে কাছে পেলেই তার প্রশ্নের ঝাঁপি খুলে বসে! তার সারল্যের কাছে নির্নিমেষে ধরা দিয়ে যেন নিজেরই শৈশব দেখি ওর শৈশবে! ওর প্রশ্নে যতটা উত্তর, যতটা ভালবাসা ফিরিয়ে দিতে পারি তার বহুগুণ ভালবাসা আমার মা-বাবার জন্য সঙ্গোপন বুকে ধরে রাখি! খুব কোরে অনুভব করি সেই কোন ছেলে বেলায় পড়া কবির সেই কথা গুলো “ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব শিশুরই অন্তরে!”