রুবি রায় তুমি তাকিয়ে দেখনি    
          কিশোর ছেলেটা কাঁদছে
রোদ জ্বলে যাওয়া দুপুর বেলাতে
অসুখের ফাঁদ ফাঁদছে—

হাওয়াটুকু নেই ভ্যাপসা গরমে
          শীতাতপ মেঘ সাধছে!
কেটে যাওয়া ঘুড়ি ঘেঁটে যাওয়া মোহে  
উড়ানের গিঁট বাঁধছে!
    
নূপুরের সুর সরে গেছে দূরে  
           খেয়ালী বিকেল নামছে  
কিশোর ছেলেটা তখন দোকানে
মুরগির ছাঁট রাঁধছে…।।