ওরা যারা মাথা তুলে—    
প্রশ্ন টা কপচায়
ঘ্যাঁচ করে কেটে ফেল
গা-জোয়ারি হ্যাঁচকায়।

ওরা কারা ভিড় করে—?
ফসলের দাম চায়!
চাকরীর তালিকায়-  
নিজেদের নাম চায়!

খ্যাপা হয়ে খুঁজে ফেরে  
হাতে হাতে কাম চায়!  
কাম কি হাতের মোয়া
মাথা কেন খামচায়!  

এর চেয়ে ঢের ভালো  
মোসাহেবি চামচায়
দাবি দাওয়া নেই মোটে
গলা বাঁধা গামছায়।  

ভক্তে রা সুখে আছে  
রেডিমেড ছ্যাঁচকায়—  
ওরা কেন হ্যাপা করে  
পাকা গুটি খ্যাঁচকায়!  

নাড়ী টিপে দেখো দেখি
পেতে কিছু ফাউ চায়!
নাকি বেটা মাওবাদী-
ফোকটেতে ভাউ চায়!

এই রোগে মেডিসিন
আগে যদি জানা যায়-  
বামে নাকি রামে খুশী
ফায়দা টা নেওয়া যায়।  


অহেতুক তেল দেওয়া
সকলের চরকায়!
আঁতলামি করে যদি—
বাতিলের খরচায়।


বড় বাড় বেড়েছে—
জিভ কেটে ভেংচায়!    
ল্যাং মেরে ফেলে দাও—
আজীবন ল্যাংচায়।।