~•~•~•~•~•~•~•~•~•~•~
রৌদ্র ভালো ছাত্র ভীষণ
মন দিয়ে সে পড়ছে
রোজ প্রতিদিন ডিগ্রিতে তাই
নূতন রেকর্ড গড়ছে।
মেধার ছটায় রৌদ্র সোনা
জ্বলজ্বলে গনগনে
বৃষ্টি খুবই দস্যি মেয়ে
স্বভাবে চনমনে—
সবাই বলে পড়তে তাকে
বৃষ্টি কিন্তু পড়ে না
উতল হাওয়ায় সওয়ার ছাড়া
কিচ্ছুতে মন ভরে না।
লোকে বলে- রৌদ্রকে দেখ
এক চুলও সে নড়ে না
বিচ্ছু মেয়ে বৃষ্টি কণা
এক বিন্দুও পড়ে না…।
বললে সবে এমনি করে
চললে কি আর হয়
বৃষ্টি বোধ হয় পড়বে না আর
জমল মনে ভয়...
এমনি গেল অনেক’তো দিন
স্কুলের ছুটি শুরু
রৌদ্র গেল খেলতে তখন
বৃষ্টি পড়ার শুরু।
বৃষ্টি এখন পড়তে থাকে
সন্ধ্যা সকাল বেলায়
ভাবটা যেন- হারিয়ে দেবে
রৌদ্রকে সে হেলায়...!!
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~