এমন ভোরের চেয়ে রাত্রি অনেক ভাল

চিকন হাসির মত এক ফালি রোদ্দুর—
আমি তার কাছে চেয়ে নিই
                 —আরও এক গহীন রাত
বুক ভরা ঘুম।


এখনো অনেক স্বপ্ন বাকি—
ঘুমের ভেতরেই হেঁটে যাব
ঝরা নিম ফুলের তোরণ পেরিয়ে
সোনাই নদীর চড়ায়—
                     এমন ভোরের চেয়ে—
রাত্রিকে ঢের বেশী সুবহ মানায়।
বিশুদ্ধ নারীর মত ব্রততি ব্রীড়ায়
ঠোঁটের ওপরে ঠোঁট – আমিষ ঘ্রাণ
স্তনবৃন্তে এঁটো হাত— লবণাক্ত স্বাদ!

আলোকিত ভোরের চেয়ে রাত্রি অনেক ভাল  
                        ঢের বেশী নিখাদ।।