ডায়োড আলো তেরছা ঠোঁটে
চুমছে ধুলোর গাল
লাইফ লাইন রাস্তা পিচের
খুঁড়ছে বুকের স্কাল।
বাস ডিপোতে ঘেয়ো কুকুর
ফুটপাতে মালসাট
রেড লাইটে ব্যর্থ প্রেমিক
ভাঙছে বাসর খাট!
একলা শুয়ে নর্দমা এক
সাঁতার কাটে চাঁদ
রাত পোশাকে নিয়ন আলো
কেউ পেতেছে ফাঁদ!
স্যাডিস্ট কবি খিস্তি লেখে
ভস্মে ঢালে ঘি
জোনাক পোকা পাছায় কামের
আগুন জ্বালে কি!
নাব্য চড়ায় পুড়ছে যখন
বেওয়ারিশ লাশ
ঘুমের ঘোরে আমার শহর
শুচ্ছে ফিরে পাশ।
সরাইখানার চৌকাঠেতে
বাত্তি মাথার গুল
গ্যাঁজলা মুখে গুনছে তারা
প্রথম কদম ফুল!
আলসে শহর চালশে চোখে
তৃতীয় প্রহর পার
পেট্রোলিঙের ঝিম গাড়িতে
রাত চরা দুই-চার
হ্যঙ্গারে’তে ঝুলছে তখন
বেড়াল মারা রাত
ভোরের আলোয় আমার শহর
শুদ্ধ এবং নিখাদ!!