কি যে জ্বালাতন! অফিসের বস দিয়েছে ভীষণ তাড়া —
কাজ সমাপন হয়নি এখনো! রয়েছে কুপিত খাঁড়া!
প্রিয় বন্ধু অপেক্ষাতে-
অভিলাষী প্রিয় সাক্ষাতে
বারে বারে ফিরে ডেকে ডেকে যায়; পায়না কো কোন সাড়া।
একা বসে আছি গণক যন্ত্রে গণনা গণিতে সারা-
সময়ের স্রোত ধেয়ে চলে আগে; আমি পিছে গতি হারা।
সময় যন্ত্র সময় গনিছে
দুনিয়া তন্ত্র সবেগে ঘুরিছে
রসায়নবিদ বুঁদ হয়ে বসে আণবিক টানে জটিলতা জট দ্বারা।।