~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
কবি! লেখনী টা তোলা থাক;
এসো না তো কথা কোন বাড়াতে।
জনগণ উৎসবে মেতে থাক;
নেতারা ব্যস্ত মৃত দেহ এড়াতে।
ভোট বেশি পেতে হবে;
রাজ কাজে ঢিলে দিলে চলে না।
জন্মিলে মরিতে হবে;
মৃতেরা তো কথা কোন বলে না।
জমায়েতে লোক চাই;
আবেগ টা আটকানো যাবে না।
পিলপিলে ভিড় তাই;
না হলে যে পাবলিকে খাবে না।
মানুষের ভালো কীসে!
কি হিসাব? অত শত বুঝি না।
আমি শুধু বলি ঈশে-
গদি চাই, আর কিছু খুঁজি না।
দু টাকার চাল আছে;
রুজি গেলে, বেশি কিছু ভাবি না।
ভোট কমে যায় পাছে-
থেমে গেলে! কোনমতে থামি না।
খেতে পেলে খেয়ে নেবে;
নাই পেলে কিছুদিন খাবে না।
শ্বাস নিতে ক্লেশ হলে;
কম নেবে; না হলে তা নেবে না।
মৃতেরা তো ভোট নয়;
রাজপথে মিছিলেও হাঁটে না
বৃথা কেন শ্রম ক্ষয়-
রাজনীতি; ন্যাকামি টা খাটে না।
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~