রাজার শাসন দুনিয়া জুড়ে রাজাই অবতার
রাজ অন্নে প্রজার পালন রাজন ক্ষমতার।
রাজ পেয়াদা ধরলে ঘাড়ে রাজাই ছত্রধর
জামিন তবেই মিলতে পারে রাজার পায়ে ধর!
রাজা মশাই সবার সেরা! এই দুনিয়ার মাথা
সবাই মিলে প্রচার করো তার মহিমা গাঁথা।
রাজার ভীষণ বুকের পাটা, সব বিরোধী কাত
দু-এক চালেই ফেলছে গদি বাজি কিস্তিমাত!
কথায় কথায় চিমটি কাটেন, করেন মস্করা
তার দাপটেই আপদ কাটে নেইকো আস্কারা!
রাজার আবার উদার হৃদয়! হৃদয় বৃন্দাবন
নিজের হাতেই বিলিয়ে দিলেন কোষের গুপ্ত ধন!
রাজা মশাই মহান নেতা! মহান তিনি মানুষ
সবাই মিলে ফুলিয়ে তোল রাজ-মাহাত্ম্যের ফানুস!
চোখের দেখায় আসল চিনে! নকল ছুঁড়ে ফেলে
পড়লে ধরা বেফাঁস বলে মনের ক্ষমা নাইকো মেলে!
বিবেক তাহার সদাই বাজে! রবি বাবুও সঙ্গে আছে!
উদয়াস্ত সদাই ব্যস্ত কেবল মাত্র দেশের কাজে!
এমন রাজা সবার সেরা! সবার কাছের! সবার প্রিয়!
সবার দাবি! রাজার নামে দু-হাত তুলে শ্লোগান দিও!
ধন্য প্রজা, ধন্য এ দেশ এমন রাজার পেয়ে দেখা
রাজাই গড়েন, রাজাই ভাঙেন রাজ্যবাসীর ভাগ্যরেখা!
তোমার কি কাজ কাজের বাজার ডাউন জেনে!
সময় মত রেশন তোল, আধপেটা খাও নিয়ম মেনে।
রাজার দেখ ঘ্যামের বাহার! করছে যারা চিল চিৎকার
খানিক পরেই চুপসে যাবে, রাজাই দেবে চমৎকার
ছড়িয়ে দিয়ে টাকার গরম নেবেই কিনে ওদের দম
সব ভিড়বে রাজার দলে! রাজার সাথেই দহরম!
প্রজা পালেন রাজা মশাই নিয়ম নীতি মেনে
নতুন নিয়ম লিখতে থাকেন একটু এদিক টেনে!
দোষের কিছুই নেইকো তাতে, এটাই দেশের দাবি
রাজার হাতে নেই তো কিছুই! প্রজার হাতেই চাবি!
তোমার ক্ষতি তোমার শুধু, দেশের তাতে কি?
দেশের মানে বুঝবে তুমি! দেশের জান কি?
রাজার বিকাশ- দেশের বিকাশ! নইলে অপচয়
রাজাই যদি গরীব লাগে রাজ মহিমা রয়?
দেশের যখন ভীষণ বিপদ উপুড় হস্ত হও
দেশ বাঁচলে রাজার প্রচার, একটু কষ্ট সও!
কষ্ট তোমার কি আর এমন! রাজাই কষ্ট করে
সদাই দেখ ব্যস্ত কেমন বিদেশ সফরে?
বলেন বেশি, শোনেন কম! ফালতু অভিযোগ
বলার মতন কেউ কি আছে? এটাই দেশের রোগ!
এই এত্ত বড় স্বদেশ জুড়ে ইনিই একা রাজা!
এনার মত কেউ হোলো না এটাই দেশের সাজা!
দুনিয়াদারি চলতে থাকে হাওয়াই গাড়ি চড়ে।
এমনি তো দিন রোজ চলেনা, ভিজিয়ে দিতে চিঁড়ে
দেখনদারি মাঝে মধ্যে জনগণের ভিড়ে
নিয়ম মেনে রাজা দেখো! নইলে জেলের ঘরে!
যেথায় দেখ বিঞ্জাপনে রাজার মুখের ছবি!
রাজাই আসল রক্ষাকর্তা লক্ষ রাখেন সবই!
যেথায় সেথায় রান্না ঘরেও তেনার অনুচর
তিনিই রাখেন! তিনিই কাটেন! তিনিই ভয়ঙ্কর!
রাজ ভক্তির অনেক সুযোগ, অনেক সুবিধা
লিখলে পরে রাজার গাঁথা নেইকো দুবিধা!
মরলে প্রজা মরুক তারা! ওরা সবাই হাঁদা
করছি আমি রাজার সেবা! আমি খুশি সর্বদা!