রাধাঃ
          আঙুল ফুলে কলা গাছ! তাতে তোর হয়েছে কি?  
          তুই ভিখারি জাত হারামি শুঁকিস কেন ঘি!  
          বাজে কথায় নষ্ট সময় মিছেই
          যা না রে তুই মাতব্বরের পিছেই      
          কার ঘরে কে রইবে সুখে ভালোই জানে বৃষভানুর ঝি।          

মাধবঃ
        গালি দিলি! হারামজাদী! ভানু পাষণ্ডের ঝি!  
        লায়েক হয়েই আসব ফিরে দিব্বি দিয়েছি।  
        দেখবি আমায় ফুলবাবুটি  
        চুষবি বসে আমড়া আঁঠি
        বুলেট চড়ে ঘুরব গাঁয়ে- এই দ্যাখ বলে রাখছি।      

রাধাঃ
        ফের যদি তুই বাপ তুলেছিস মারব কষে চড়      
        ভুলিয়ে দেব বাপের নামটি, ভুলবি চরাচর
        লায়েক হয়ে আসবি যখন
        আতরদানি আনিস তখন
        তখন না হয় দেখব ভেবে! আয়ান হবে পর।

মাধবঃ
        তুই দেখছি মস্ত ঘুঘু! চালাক অতি ফ্রেন্ড সার্কেল মেয়ে।  
         প্রেম পিরীতির বালাই তো নেই, শুধু টেঁক এর পানেই চেয়ে!
         রঙ শুধু তোর গোরা হলো!
         মনটা বেজায় কালো-    
         চরিত্রতে লাগলে কালি মুছবি রে তুই কোন ক্ষারকে ধুয়ে?  
______________________________________
ক্রমশঃ


* প্রিয় কবি বন্ধুরা-
   এই কাহিনীর পাত্র পাত্রী রা সম্পূর্ণ ভাবে বর্তমান সময়ের প্রেক্ষিতে চিত্রিত।
   কোন প্রকার ধর্মীয় চরিত্রের সঙ্গে নিমিত্ত মাত্র সম্পর্ক রহিত।