রাধাঃ
একুশ গিয়ে বাইশ এল, কুঞ্জে অলি গুঞ্জে গেল-
হঠাৎ ঘরের বাইরে এলে হাজার চোখে খামচে খেল!
বাপের বুকে জমছে পাথর
কূলের গায়ে লাগছে আঁচড়
পালটি ঘর আয়ান ঘোসের, তাকে খানিক সাহস দিল!
মাধবঃ
কি আর এমন পালটি সে ঘর! মেঘে মেঘে তারও বয়স হল!
মেসোর সাথে পড়ত ও তো- হত কুচ্ছিত! মামদো হুলো।
উনার এটা তৃতীয় বিয়ে-
আরো কত আছে ইয়ে!
ঘরে দুই গণ্ডা ছাওয়াল! তুইই বল- তোকে কোন নেশায় পেল?
রাধাঃ
হোকনা বয়স! যোয়ান মরদ- পাটের আড়ৎদারি
ভরন্ত তার গেরস্থালী চলন বলন বড়ই মনোহারী
ছাওয়াল গুলোও লায়েক হল
বাপের গদি সামাল দিল
রাজার হালেই রাজ করব আয়ান বধূ রাধা সুন্দরী!
মাধবঃ
আয়ান আয়ান করিস না তো গাত্র গেল জ্বলে-
মাকাল গাছে মাকাল ই হয় আম তো নাহি ফলে।
ব্যাটা হাড় বজ্জাত দুনম্বরী
আন্ত রাজ্য পাচার কারি
চোরাই মালের পোদ্দারি তে ই আঙুল গেছে ফুলে।
______________________________________
ক্রমশঃ
* প্রিয় কবি বন্ধুরা-
এই কাহিনীর পাত্র পাত্রী রা সম্পূর্ণ ভাবে বর্তমান সময়ের প্রেক্ষিতে চিত্রিত।
কোন প্রকার ধর্মীয় চরিত্রের সঙ্গে নিমিত্ত মাত্র সম্পর্ক রহিত।