________________________________________
রাধাঃ
মাধব! তুই আর আসিস নারে মন যমুনার ধারে-
পিরিত সকল ফেলেই দিলাম কাল যমুনার পাড়ে।
উঠতি বয়স ডাগর ডোগর!
প্রেম পিরিতির শরীর খবর-
আবিষ্কারের মোহেই- যাচ্ছি চলে আয়ান ঘোষের ঘরে।
মাধবঃ
এমন কথা কইলি রাধা! আগুন লাগে অঙ্গে যে-
ছাড়ুম না! কই এত্ত সোজা! যাব তোর ঐ সঙ্গে যে।
জীবন তোর ঐ ঘাটেই বাধা
আমি মাধব তুই রে রাধা,
আয়ান ঘোষের ছাতার তলে দুজনে তে করবো বে।
রাধাঃ
মাধব রে তুই কথার ছলে- ছল করবি আর কত!
কুঞ্জে গোপীর গোপন খেলায় খেলবি খেলা আর কত!
তোর যদি রয় পুরুষ গরব
আমার বুকেও যোবন সরব
আকুল পাথার দহন জ্বালা- সইব প্রাণে আর কত!
মাধবঃ
এই তো সবে কলেজ গেল! আর কটা দিন সবুর কর
চাকরী কোথায় পাই বলত! তুইই না হয় ছাত্র ধর।
মেসোর পিসের আপন শ্বশুর
শাসক দলের মাতব্বর
উমেদারি করছি আমি! দোহাই রে তোর! একটা কিছু উপায় কর!
______________________________________
ক্রমশঃ
* প্রিয় কবি বন্ধুরা-
এই কাহিনীর পাত্র পাত্রী রা সম্পূর্ণ ভাবে বর্তমান সময়ের প্রেক্ষিতে চিত্রিত।
কোন প্রকার ধর্মীয় চরিত্রের সঙ্গে নিমিত্ত মাত্র সম্পর্ক রহিত।
---------------------------------------------------------------------------------------------------------------
গত ২৪/০৮/২০২০ তারিখের কবিতা "নষ্ট নীড়" এর মন্তব্যে প্রিয় কবি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার এই কবিতার দ্বিতীয় স্তবকটি লেখেন... ওই স্তবক টিকে আশ্রয় করেই বাকি স্তবক গুলি লিখতে থাকি... লেখা এখনো সম্পূর্ণ হয় নাই...
*এটি একটি যৌথ কবিতা, প্রিয় কবি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার এর নিকট অশেষ কৃতজ্ঞ... তাঁর ভাবনা আশ্রয় করেই এই লেখার সূচনা।
--------------------------------------------------------------------------------------------------------------