মহালয়া ভোরে শিউলি কুড়নো
শিশির ধুয়েছে চরণ
প্রতিপদে এলো মাধবী লতায়
কুঁড়িতে ভ্রমর মোহন
দ্বিতীয়া তৃতীয়া আলগোছে হাসি
চোখাচোখি নির্জন
পঞ্চমী সাঁঝে মন বিনিময়
দুরু দুরু অর্পণ
ষষ্ঠীর ভোরে বোধনের গানে
মুখোমুখি দর্শন
সপ্তমী সাঁঝে ঝলমলে সাজে
লুকোছুপি পরশন
অষ্টমী ভোগে পাশাপাশি দোঁহে
অবিরাম আলাপন
নবমীর নিশি খুব হাসি-খুশী
অকারণ প্রলাপন
দশমীর রাতে হাতে হাতে ছুঁয়ে
আগামীর আবাহন…।।