এখনও আশা রাখি—
পৃথিবীতে ঢের বৃষ্টিপাত বাকি আছে
আগামী আয়ুষ্মান্‌ অক্ষরে শামিয়ানায়  
কৃষ্ণচূড়াকে রেখেছি পলাশের পাশে
শ্রাবণের মেঘ—
                     এবারে পুজোর ছুটিতে
বেড়াতে যাবে আফ্রিকায়—


পৃথিবীতে ঢের বৃষ্টিপাত বাকি আছে—
উদরে আগুন—
উদরে পারমানবিক ভাঙন
উদরে যুগ শান্তি— চেতনা সমকালীন
                      
                       এখনও আশা রাখি—
শ্রাবণ ভাদ্রের পরে যৌবনা আশ্বিন—
                          নবীন কবিতায়    
পুজোর ছুটিতে বেড়াতে যাবে
                   নীল আফ্রিকায়—!!