প্রতিটি সৃষ্টির আগে
ধ্বংস করি তাঁর সুকুমার নারীত্ব।
অথচ বার বার –
পুনর্বার সে বিশুদ্ধ নারী হয়ে ওঠে।
তাঁর বুকের কাছে নতজানু হয়ে
স্নেহ ভিক্ষা চাই –
পুনর্বার ধ্বংস করি –
অথচ বার বার –
পুনর্বার সে সজীব করে শরীর সাজায়।
প্রতিটি সৃষ্টির আগে
দুর্বিষহ যন্ত্রণায় ছিঁড়ে খুঁড়ে
নবীন নূতন স্বাক্ষর –
ভালবাসা থাকে অন্তর্দাহে
হৃদয়ে বনান্তর –।
আসঙ্গ কামনায় দূরতম নির্জনে
উপোষী সন্ধ্যায় একা –
একা হয়ে রই –
কাম্য নারীর কাছে,
আর সে –
উপল চোখ মেলে
নিরম্বু তৃষ্ণায় একা হয় –
একলা হাতের কাছে।
মিছে অভিমানে
রুপোলী মিনের মত
পিছল নদীর গর্ভে
শব হয়ে শুয়ে রয় –
নতুন করে সৃষ্টির বীজ বুনি
অথচ বার বার –
পুনর্বার সে বিশুদ্ধ নারী হয়ে ওঠে।