রোদ্দুরে বৈরাগ্য মিশেছে
রোদ্দুরে –
কামিনী ফুলের কাছে
চোখ ছুঁয়ে অবধান ঘুমে
সোনালী শালিখের উঁকি
শিশু শালের উন্মুক্ত আকাশে।
তুমি কি কখনো বেসেছ ভাল –
দূরতম নীল প্রবাসে!
অধুনা পথিক –
প্রান্তিক মোহে দূরতম দ্বীপে
ছায়াবীজ নিত হয় গুঢ় তন্দ্রায়
অতঃপর সমস্ত সত্ত্বা হাঁ করে চিন্ময়
মুঠোটাক বৃষ্টি চাই –
আজ সন্ধ্যার সুবাসে
তুমি কি কখনো বেসেছ ভাল –
দূরতম নীল প্রবাসে!