কাল কে ছিল শরীর খারাপ-
আজ চাইছ ওষুধ!
তাপমাত্রা বাড়ছে কি না, দেখ-
পথ্য নিও বিষুধ!
টনিক নিও কাব্য মেখে-
যোয়ান পাচক সাথে।
শোয়ার আগে দুই- চারটা
ছড়াও রেখ সাথে।
রম্য লেখা পড়লে জেনো-
শান্ত রবে মন।
উচ্চ চাপের ব্যামো ট্যামো
রইবে কতক্ষণ!
বিষাদ বুকে বাঁধলে বাসা-
জীবনমুখী নিও।
আপন জনের জীবন জুড়ে-
পরশ তোমার দিও।
প্রেমের লেখাও পড়তে পার-
ইচ্ছে হলে খানিক।
ডুব সাঁতারে খুঁজেই নিও
খোদাই করা মাণিক!
কিন্তু যদি উদাস হতে-
ইচ্ছে করে খুব।
প্রেম বিরহের কাব্য কথায়
দাওনা একটা ডুব!
আবার যদি উশখুশে মন-
ঘুম আসে না রাতে।
দু-চার পাতা দেশের গাঁথা
নিয়েই নিও সাথে।
হঠাৎ যদি ইচ্ছে করে-
বিলিয়ে দিতে প্রাণ।
মানব-বাদী রয়েইছে তো
মিলবে পরিত্রাণ।
আবার ভাব, ইচ্ছে হল-
গুঁড়িয়ে সবই দেবে।
বিদ্রোহ কে আঁকড়ে ধর-
মুক্তি পাবেই পাবে।
এমনি যদি শান্ত দেহে-
আকুল হতে চাও।
ব্যাকুলতা খুঁজবে কোথায়!
নৈসর্গে ডুবকি দিয়ে দাও।
ধর্ম লেখাও পড়তে পার-
মনকে রেখো খোলা।
নইলে কিন্তু চিত্ত প্রমাদ!
যায়না কিছুই বলা।
কিন্তু যদি হঠাৎ কোন-
হিজ-বিজ-বিজ হয়!
রূপক নিও ইচ্ছে মত-
সর্ব রোগের ক্ষয়।।
-------------------------------------------------------------------------------------------------------------
প্রিয় কবি আলমগীর সরকার লিটন এর গত দু-দিনের কবিতার শিরোনাম "শরীর ভাল নেই" ও "ঔষধ দাও" পড়ার পরে একটু মজা করার জন্য এই কবিতার প্রথম স্তবক টি লিখেছিলাম... প্রেসক্রিপ্শন এর কার্যকারিতা সম্পর্কে আপনাদের গুরুত্ব পূর্ণ মতামত চাইছি...