চোখের দেখা দেখাই শুধু    
মন- যদি সঙ্গ নাহি দেয়
চোখের দেখায় হারাই হৃদি
হারিয়ে যাবার ভয়!


হারানো কখনো হারানো নয়  
অনুভূতি জমে থাকে
অনুরণনের নির্ঝর ধারা
ফল্গুকে প্রবাহিত করে রাখে।  
  

প্রেম তো জীবনে প্রতিদিন—
প্রতিপল ছুঁয়ে দিতে আসে        
প্রেমের আয়না রেখেছি বুকে-
বুঝে নিতে তায়—

কোন রূপে কখন সে আসে!!