একটা মৃত্যুর কবিতা –
আর একটা প্রেমের –
বহুকাল পাশাপাশি শুয়ে আছে –
সমান্তরাল—
অন্তর্গত বিরোধ ঘটেনি মোটেই।

সমুদ্র মন্থনে পাওয়া গরল –
প্রেম- নিঃসঙ্কোচে তুলে দিয়েছে মৃত্যুর মুখে;
আর মৃত্যু –
সেও কি ভালবাসে নি আমৃত্যু প্রেম কে!

সমস্ত পাহাড় নদী ও সুগন্ধি এলাচ দ্বীপ পেরিয়ে  
হৃদয় থেকে প্রেম টুকু ছিঁড়ে –
ঘুমে আছি শেষ ঘুমে রৌদ্রি শয়নে।