নাছোড়বান্দা হলেই-  
এতটা প্রত্যয় বুকে আসে
বেঁচে থাকা- শুধু বেঁচে আছি  
এই শুভ বিশ্বাসে।  

মৃত্যু এলে আসুক
কাছাকাছি-
ঝোঁকের বসে
এই বেশ বসে আছি-

আশায় থাকি;
মরণের চোখেও মৃত্যু ভয় উঠবে ভেসে।