প্রতিদিন নিজের কাছে-
শব হয়ে শুয়ে রই- মৃত্যুর পাশে।
প্রতিদিন জন্ম বদলের আগে-
স্বাতি নক্ষত্র ডুবে যায় নিরন্ন উদরে।
প্রতিদিন শুধু কাঙালের মত-
বারে বারে ভূমিনিষ্ঠ হই।
প্রতিদিন জন্ম বদলের আগে-
মিশে যাই স্বীয় কাপুরুষতায়।

অন্ধকার বিছানায় একা উলঙ্গ স্বপ্নে
হামাগুড়ি দিয়ে –
দূরতম কোন এক হৃদয় ছোঁয়াচে
প্রতিদিন অবিমিশ্র কান্নায়
শিয়র চুমে প্রিয় চোখ স্থাণুর মত!

প্রতিদিন জন্ম বদলের আগে
পুনর্বার ভূমিনিষ্ঠ হতে চাই।।