হৃদয় আমার ভরন করে দাও হে প্রভু গহীন প্রেমের অন্দরে    
ললিত সুধায় পরম কৃপায় রহিত কর তৃষিত প্রাণের মন্দরে
আলোক জ্বাল গহন মনের বিগত ব্যথায় চেতন মুখর সুন্দরে  
ত্যাজি হীন তাজ উপনীত আজ তোমার অরুণ প্রেমের বন্দরে।।