তিনদিন জ্বর স্বাদ কিছু নেই
সন্দেহ মনে জমছিল
গাত্র ব্যথা রাতে ঘুম নেই
খিদে খিদে ভাব কম ছিল
পজিটিভ হলে মাথা ব্যথা খুব
মনের ভেতর বাধ ছিল
কিন্তু জানার ইচ্ছে সে খুব
নিজেই নিজেকে সাধছিল
টেস্ট করে দেখি সন্দেহটা
একেবারে ঠিক- ঠিক ছিল
পজিটিভ ঘরে জ্বলজ্বল করে
পজিটিভিটির টিক ছিল!!