কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল
তাই কি খোকন রাগ করেছে; দল ছেড়েছে কাল
কাল যে ছিল বড়ই আপন; আজকে হল পর
নূতন দলে চলল খোকন রচতে বাসর ঘর।
অয় অজগর আসছে তেড়ে সিবিয়াই এর পুত
চক্ষে দেখে সর্ষে ফুল আর স্কন্ধে ঘুসের ভুত
আয়না চলে ইদিক পানে, এদিক গঙ্গা জল
অন্যথাতে মরবি বাছা যাবিই রসাতল।
ইঁদুর ছানা মরছে ভয়ে রাখতে নিজের প্রাণ
ধরছে পায়ে মোটা ভাই এর; রাখছে বাজি মান
ঈগল পাখি ধরলে পরে নাই তো কোন ছাড়
তার চে বাবা গোপন খবর নগদ উপহার।
উঠতে হলে ওপর তলে ঠিক সিঁড়িটা চাই
নব্য সিঁড়ি পেয়েই খোকন দল ছেড়েছে তাই
ঊর্ধ্ব পানে ছুটছে খোকন উল্কা গতি তেজে
জাত জালিয়াত খেলছে জুয়া ক্ষমতাতে মজে।
এক্কা গাড়ী জোর ছুটেছে গদি হাতের পাঁচ
বাঁচলে নিজে বাপেরই নাম; বাঁচরে আগে বাঁচ
ঐখানেতে মোক্ষ আছে যেথায় ট্যাঁকের জোর
তলার ডগার দুটোই খাবে এই তো কলির ভোর।
ওল খেয়োনা ধরবে গলা এসব সবই প্রবাদ
ওলও খাবে বোলও খাবে তোমরা গোন প্রমাদ
ঔষধি এর নেইকো কিছুই অদূর ভবিষ্যতে
নেতাই রবে নিত্য ভবে জমাটি মৌতাতে।
------------------------------------------------