নয় জন ছিল ভাই-চারা তারা
“তারা” ছিল একা সূর্য
মিলমিশ থাকা পরিবারে খুব
ভরে ছিল সুখ শৌর্য
প্রতিবেশী ছিল পৃথিবীতে কিছু
একেবারে পাকা কুচুটে
একজোটে থাকা সইলো না মোটে
লেপে দিলো কালি মুকুটে!
গ্রহ হয়ে ঘ্যামে ভাসছিল হেসে
বেশ ছিল প্লুটো আকাশে
বিধি বাম হয়ে, গেলো কি না ফেঁসে!
কাঁদছিল বসে একা সে—
এরিসের খুবই দয়ার শরীর
ছুটে এলো প্লুটো সকাশে
হামি দিয়ে গালে বুকে টেনে বলে
মুখ কেন তোর ফ্যাকাসে?
বড়দের সাথে মেলামেশা ভুল
ভালবাসা ভুল প্রকাশে
বামনের সাথে বামনের ভাব
চির দিন তরে সখা সে—
কোলাকুলি হল গলাগলি হল
মিল হল তবে আপোষে
পাশাপাশি ঘোরে দূরে বহু দূরে
অভিমান ভরে তাপসে…।।