তোমাকে খুউব ভালবাসি
কতটা?
কি করে বোঝাই বলো তো?
সে কি! উপমার অভাব পড়ল?
যাঃ কি যে বল!
পাখির নীড়ের মত চোখ তুলে…  
জানতাম; তোমার দৌড় ওটুকুই
ওই যে হিরের নাক ছাবিটা দিলাম—
তার বেলা?
আর কি কি দিয়েছ!
না মানে; অমন করে বলতে চাই নি…
তবে কি বলতে চেয়েছ?

তুমি তো জানো…
কতটা ভালবাসি; গুছিয়ে বলতে পারি না
বুঝে গেছি; উষ্ণতা প্রয়োজন!
ওভাবে বোলো না প্লিজ…  
কি ভাবে বলব তবে—?
ভালবাসি, ভালবাসি—
আমার বলাও তবে তোমার হয়ে যাবে!
যাঃ কি সব বল না তুমি!
সব কিছু আমাদের…
তাই!  
তাই নয়!
কি জানি!

ছাড়; চলো ব্যাল্কনিতে গিয়ে বসি
সময় চাইছ?
নাঃ, তোমাকে চাইছি—
জানি তো; তার পর কি কি চাইবে—
শুধু কি চাই! দিই না কিছুই!
ঘুরে ফিরে সেই ফিরে এলে—!
জানি না যাও,
তোমার সঙ্গে কেমন যেন গুলিয়ে যায়
অমন করে পিছলে যাও কেন?
সোজাসুজি চোখের দিকে তাকাও
আমি মিশে যাই তোমার ভেতর…
তারপর—?
তারপর আবার কি!
They lived happily ever after!!!