এ বছর অগ্রহায়ণে--
নিয়নের লাল চোখে
অজস্র দৃষ্টি বিভ্রম—
জামার পকেট থেকে
হঠাৎ হারিয়ে যাওয়া
সুগন্ধি শিশির মতো
উচন্ড গন্ধে—
পড়শী রমণী চোখ
ঘুমে ঢুলু ঢুলু—
চালু কথামালার উপর
ক্যাম্বিসের জুতো পায়ে
মশমশিয়ে হেঁটে যেতে হবে
শিক্ষানবিস সমুদ্রের
শান বাঁধানো ঘাটে
পরিযায়ী পাখির মতো
প্রেমিক বণিকের
হিমেল বুকের কাছে
প্রিয় শরীরের ওম দিয়ে
নিবিড় নিশানের মতো
নিভৃত শরীরী আলাপ—
আগামী অগ্রহায়ণে
বা তারও কিছু আগে
জন্মাবে নতুন পরিযায়ী শাবক
তারপর—
তারপর- নিয়মের কাছে
আইনের কাছে অনাবশ্যক
অনুর্বর উত্তরাধিকার মিছিল...।।