সফেদ ঢেউয়েরা ছুটে এসে তীরে
সহসা চুমুকে চুমে।                                          
ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর
সোনালি বালুকা ভূমে।

সোনা সোনা করে মরমে তাহার
দারুণ যন্ত্রণা-
ঠুলি বেঁধে চোখে পরখে দেখে
প্রতিটি বালুকা কনা।  

বেলা বয়ে যায়
খেলা থেমে যায়
ঢলে পড়ে কোন গহীন গভীর ঘুমে!
-------------------------------------------------
অফিসের চাপে কয়েকদিন হলো কিচ্ছু লেখা হয়নি......